প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১:২৮ অপরাহ্ণ
পূবাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করলো দুর্বৃত্তরা,

পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের খিলগাঁও আপন ভুবন রিসোর্টের পাশে কনকের পুকুরে জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ থেকে ২ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪নভেম্বর)গভীর রাতে খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, কনক হোসেন ৮ থেকে ১০ বছর আগে তিন বিঘা জমিতে একটি পুকুর খনন করেন। দীর্ঘদিন ধরে ঐ পুকুরে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন স্থায়ী বাসিন্দা ইউসুফ। ভূক্তভোগী পরিবারটির অভিযোগ পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষর লোকজন আমার পরিবারকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গেলো রাতে অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা প্রায় ৮-১০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য ১ থেকে ২ লক্ষ টাকা। ভূক্তভোগী ইউসুফ জানান, পুকুরে মাছ চাষ করেই কোনোভাবে আমার সংসারটি চালাচ্ছি। দুর্বৃত্তরা রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। যারা পুকুরে বিষ দিয়েছে তাদের বিচার চাই আমি। পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মো. আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]