প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৩:৩৬ পূর্বাহ্ণ
মুজিবনগরের আনন্দবাস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

খালেকুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ "আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আনন্দবাস এক্সপ্রেস এর আয়োজনে আনন্দবাস খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দবাস এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুবুল হাসান। ব্যাট দিয়ে বল মেরে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করেছে মেহেরপুর ৫ নং ওয়ার্ড একাদশ এবং অপরদিকে অংশগ্রহণ করেছে সুবিদপুর একাদশ। উদ্বোধনী খেলায় মেহেরপুর ৫ নং ওয়ার্ড একাদশ টসে জিতে ব্যাট নিয়ে ১২৯ রান করে জবাবে সুবিদপুর একাদশ ১৩০ রান করতে সক্ষম হয়। ১ রানে জয় পায় সুবিদপুর একাদশ। খেলাটি পরিচালনা করেন, আরিফ রেজা ও সাদিক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা এবং খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শামীম শিশির, নুরু জাম্মান নাহিদ এবং হক সাহেব হাসা। এবারের আনন্দবাস এক্সপ্রেস প্রিমিয়ার ক্রিকেট লীগের নক আউট ভিত্তিক খেলায় ৩২টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল আনন্দবাস ক্রিকেট টুর্নামেন্টের খেলায় একদিকে অংশগ্রহণ করবেন খলিশা গাড়ি একাদশ বনাম ঝাউবাড়ি একাদশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]