প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণ
গাংনীতে ব্যর্থ প্রেমিকের আত্মহত্যা

গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃ রাজা হোসেন (১৮) নামের এক ব্যর্থ প্রেমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সে নিজ ঘরের আঁড়ায় গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে, মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ছিটাপাড়ায়। রাজা হোসেনের পিতার নাম মনিরুল ইসলাম। সে পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয়রা জানান, রাজার সঙ্গে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। তার সঙ্গে মেয়েটির বিয়ের দিনক্ষণ ঠিক হলেও পরে মেয়েপক্ষ এ বিয়েতে রাজি হয়নি। সপ্তাহ খানেক আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়। এ ঘটনায় রাজা মানসিকভাবে বেশ ভেঙ্গে পড়ে। আজ সকালে সবার অগোচরে রাজা নিজের পরনের প্যান্টের বেল্ট গলায় পেচিয়ে আড়ার সাথে ঝুলে পড়ে আত্মহত্যা করে। গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে বলেন, এঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]