প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ
নাটোরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুর উপজেলায় মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সোমবার ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। মজিবুর রহমান পাশ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড় এলাকার ধলু খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস।
মজিবরের স্ত্রী হেলেনা বেগম ও স্থানীয়রা জানান, ভোরে ফজরের আজানের পর মজিবর বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ধুইপল এলাকার বাসিন্দা বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ীর আঙ্গিনায় মেহগনি গাছের সাথে মজিবরের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি যাচাই বাছাই করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]