প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৩:৫২ পূর্বাহ্ণ
নাটোরের গুরুদাসপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ- অভিযুক্ত ধর্ষক আটক

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের গুরুদাসপুরে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় শুভ আলী (১৯) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পম-পাথুরিয়া গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় আজ সোমবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই চাপিলার পম-পাথুরিয়ার নিজ বাড়ি থেকে শুভ কে আটক করেন পুলিশ। আটককৃত শুভ ওই গ্রামের সুজন আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়- গত রোববার দুপুরের দিকে পাশ্ববর্তী বাড়ির চাচার দোকানে বিস্কুট কেনার উদ্দেশ্যে বের হয় শিশুটি। বিস্কুট কেনার পর বাড়ী ফেরার পথে দোকানদার শুভ তাঁকে ডাক দেয়। শিশুটি তার দোকানের সামনে গেলে তাঁকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি চিৎকার করলে তাঁকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ী গিয়ে কান্নাকাটি করতে থাকলে তাঁকে জিজ্ঞাসাবাদে সব ঘটনা খুলে বলে তাঁর মাকে। এমতাবস্থায় শিশুটির অবস্থা খারাপ হলে সন্ধ্যার দিকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। গুরুদাসপুর থানার অফিসার ইনচাজ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এঘটনায় সোমবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ঘটনার অভিযুক্ত ধর্ষক শুভকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]