স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরের ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগসহ মোট চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি একাধিকবারের সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম। মামলার আসামি হিসেবে কোতয়ালী মডেল থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানার জিআরও এনামুল হক বলেন, আসামি কহিনুর বেগমকে বরিশালের জ্যেষ্ঠ মহানগর হাকিম নুরুল আমিনের আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ হাকিম তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫