প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ
মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী আটক

মজনুর রহমান আকাশ,মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে ময়েন উদ্দিন (৩৫) নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই অভিযান চালানো হয়। আটক ময়েন উদ্দিন যতারপুর গ্রামে জমির বিশ্বাসের ছেলে। সে একজন সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে বলে যৌথ বাহিনী সূত্রে জানা গেছে। অভিযান সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ময়েন উদ্দিনকে আটক করে। এসময় নিজ গ্রামের মাঠে পান বরজের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি বন্দুক এবং দুই রাউন্ড গুলির সন্ধান দেয় আটক ময়েন উদ্দিন। অস্ত্র গুলিসহ ময়েন উদ্দিনকে রাতেই মুজিবনগর থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। ময়েন উদ্দিনের নামে অস্ত্র আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে আজ বুধবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]