প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:০৩ পূর্বাহ্ণ
নাটোরের বিএনপির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে দিকনির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। যৌথ কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ৫ আগষ্টের আগে নাটোরে এমপি মন্ত্রিরা যে অত্যাচার চালিয়েছে তাদের বিচার হতে হবে। নাটোরের অধিকাংশ এমপিদের এখনো আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। তারেক রহমানের নির্দেশে ও নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ি। আগামীতেও আমরা ঝাপিয়ে পরতে প্রস্তুুত। দেশে যদি কোন সংকট দেখা দেয় এই নেতাকর্মীরা কঠোর হাতে মোকাবেলা করবে। দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক সাথে কাজ করার আহব্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]