প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৭:৫১ পূর্বাহ্ণ
নাটোরে নাশকতা মামলায় জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা গ্রেফতার

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সোহেল রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে তার নিজ বাসভবন কান্দিভিটা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল রেজা কান্দিভিটা এলাকার জনৈক শুকুর আলীর ছেলে এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে কোন মামলায় গ্রেফতার করেছে পুলিশ তা জানাতে পারেনি তার পরিবারের সদস্যরা।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিভিন্ন সময় সোহেল রেজা বর্তমান সরকারের বিরোধী উস্কানি দেওয়া ও সরকার বিরোধীদের মদদ দেওয়ার অভিযোগ উঠে। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তবে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে উল্লেখ করেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]