প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ
জেলা প্রশাসনের উদ্যোগে নাটোরে ন্যায্য মূল্যে অস্থায়ী বাজারের উদ্বোধন

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে ন্যায্য মূল্যের অস্থায়ী বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ জনগণকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি থেকে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে বলে জানান আয়োজক সংশ্লিষ্টরা। এখান থেকে সাধারণ ক্রেতারা প্রতিদিন ২১০ টাকা লিটার দরে সরিষার তেল, মরিচ গুড়া ১০০ গ্রাম ৪২ টাকা, হলুদ ১০০ গ্রাম ৩৪ টাকা,লাল ডিম হালি ৪৫ টাকা ,সাদা ডিম হালি ৪৩ টাকা,গরুর মাংস কেজি ৬৩০ টাকা, বোয়াল মাছ কেজি ৩৫০ টাকা, টেংরা মাছ কেজি ৩০০ টাকা, সোনালি মুরগী ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার চালু থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]