স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের গাজীপুর কালিয়াকৈর থানা কমিটির ৮৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মো. শাহাব উদ্দিনকে, আর সদস্যসচিব মো. মামুনুর রশিদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. রফিকুল ইসলামকে। শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে কালিয়াকৈর এক আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল গাজীপুর জেলা শাখা।
ওলামা দলের জেলা সভাপতি ক্বারী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি ভিপি মো. হেলাল উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, গাজীপুর মহানগর ওলামা দলের আহ্বায়ক মোস্তফা জামাল খোকন, সদস্য সচিব খোকন বিশ্বাস।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। আলোচনাসভা শেষে বর্ণাঢ্য আয়োজনে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫