প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ৭:৪৯ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তার সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ একযোগে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]