প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ
শ্রীপুরে এম আর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এম আর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাওরাইদ মেধা বিকাশ একাডেমি এন্ড হাইস্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে আশেপাশের ০৪টি ইউনিয়নের ১৬ টি স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।তাদের মধ্যে ০৮ জন ট্যালেন্ট পুলে ১৬ জন সাধারণ গ্রেডে ২৪ জন বৃত্তি পাবেন।এম আর ফাউন্ডেশন ও মেধা বিকাশ একাডেমি এন্ড হাইস্কুলের ব্যাবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন,২০০৯ সাল থেকে এম আর ফাউন্ডেশনের যাত্রা শুরু এবার দ্বিতীয় বারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গ্রামের ভিতর দরিদ্র মেধাবীরা তরুন শিক্ষার্থীরা যেন খেলাধুলা সাংস্কৃতিকমনা হয়ে মাদক থেকে দূরে থাকে লেখাপড়ার প্রতি উৎসাহিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]