প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:০৩ অপরাহ্ণ
নাটোরে বিভিন্ন দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ

আল আমিন,নাটোর প্রতিনিধি :- নাটোরে তালিকাভুক্ত শ্রমজীবি ব্যক্তিদের সুরক্ষা ভাতা ও রেশনিং ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সামাবেশ করেছে (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)বাসদ। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদের) ব্যানারে এই বিক্ষোভ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর উপজেলা পরিষদ অফিসের সামনে গিয়ে শেষ হয়।সমাবেশ শেষে ইউএনও বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। সমাবেশে বক্তব্য দেন, বাসদের জেলা সভাপতি দেবাশীষ রায়, সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]