
নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা নামক স্থানে ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক যাত্রী। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা গাছতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রাশিদ শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার পুত্রবধূ লাবনী আক্তার (১৮)।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ময়মনসিংহ নগরীর ব্রিজ মোড় থেকে একটি সিএনজি চালিত আটোরিকশায় পাঁচ জন নেত্রকোনা যাচ্ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহতরা গাজীপুর থেকে একজন রোগী দেখতে গাজীপুর থেকে ময়মনসিংহ আসে। এরপর সিএনজি চালিত অটোরিকশায় নেত্রকোনার দিকে রওয়ানা হয়েছিলেন তারা।



Discussion about this post