প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে শীতবস্র বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর কাপাসিয়া উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে অসহায় দিনমুজুর হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মেট্রো-সদর থানা জামায়াতের আমীর গাজীপুর সংসদীয় আসন (৪) এর জামায়াত মনোনীত প্রার্থী মাঃ সালাহউদ্দিন আইউবী উপস্থিত ছিলেন । শনিবার (২৮শে ডিসেম্বর) সকালে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন রাউৎকোনা ও বরুণ গ্রামের কয়েকশত পরিবারের মাঝে এই শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আইউবী বলেন, জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করতে চায়। সমাজ আজ দুই শ্রেণীতে বিভক্ত। সমাজের ক্ষুদ্র অংশ নিয়ন্ত্রণ করে বৃহৎ অর্থনীতি, আর এই অংশের যাতাকলে পিষ্ট হয়ে আমাদের বৃহৎ অংশ ধুঁকে ধুঁকে মরছে। সময় এসেছে নতুন বন্দোবস্ত নিশ্চিত করে অর্থনৈতিক এই বৈষম্য দূর করার। কেউ গাছ তলায় থাকবে আর কেউ বিশ তলায় থাকবে এটা আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়েত ইসলামী ইনসাফপূর্ণ এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এক সমাজ ব্যবস্থা কায়েম করবে। যেখানে ধনী গরিবের ভেদাভেদ তুলে দিয়ে সাম্যের উপর প্রতিষ্ঠিত করা হবে মানবতাকে। কোন দরিদ্রকে শীতবস্ত্র আর আহারের জন্য পথে পথে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। হযরত ওমরের মত প্রত্যেকের প্রাপ্য তার ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাপাসিয়া জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া ইউনিয়ন সেক্রেটারি রুহুল আমিন বিএসসি প্রমুখ সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]