প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৫:২৬ পূর্বাহ্ণ
নাটোরের গুরুদাসপুরে ৯ ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা আদায়

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের গুরুদাসপুরে অবৈধ্য ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তাদের জরিমানা করা হয়। আজ দিনব্যাপি সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। অভিযানে উপজেলার পৌরসদরের ৫ ইটভাটাকে ১৬ লাখ টাকা ও পৌরসদরের বাইরের ৪ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে কৃষিজমিতে গড়া উঠা ৯টি ইটভাটাকে সর্তকতা করে জরিমানা করা হয়েছে। অবিলম্বে কৃষি জমি থেকে ইটভাটা অন্যথ সরিয়ে নেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]