প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ
গাজীপুরে নিম্ন মানের খোয়া দিয়ে তৈরী হচ্ছে শহরের প্রধান সড়ক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর রেল ক্রসিং হতে শিববাড়ী মোড় পর্যন্ত চলছে ঢালাই রাস্তার কাজ। শহরের এই গুরুত্বপূর্ণ প্রধান সড়কের নির্মাণ কাজ হচ্ছে ডাস্ট মিশ্রিত নিম্ন মানের খোয়া দিয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৯০ শতাংশ জায়গায় আগের ইটের গুড়ি ব্যবহৃত হয়েছে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে অবশিষ্ট ডাস্ট ট্রাকে করে সরিয়ে ফেলা হয়। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়ক নির্মাণের শ্রমিকরা তাড়াহুড়ো করে পুড়ো রাস্তা জুড়ে পুরোনো ইটের খোয়ার ডাস্ট ফেলছে, তার উপরে আবার স্বল্প পরিসরে নিম্ন মানের ইটের খোয়া ফেলে সেই ডাস্টকে ঢেকে দিচ্ছে। স্থানীয়রা বলেন, এযেন ছেপ দিয়ে লেপ দেওয়ার মতো করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি শহরের এই গুরুত্বপূর্ণ প্রধান সড়কটির নিম্নমানের কাজের কারণেই বার বার নষ্ট হয়ে থাকে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মিজান বলেন, সড়কের যেখানে নিচু যায়গা রয়েছে কেবল মাত্র সেসব জায়গায় ডাস্ট ফেলে সমান করা হচ্ছে। কাজের সিডিউলে ডাস্ট ব্যবহারের কথা উল্লেখ রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এ প্রসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ.এইচ.এম. শামচুর রহমান মাহমুদকে প্রশ্ন করলে সে বিভিন্ন ভাবে কথা এড়িয়ে যায় এবং সে প্রতিনিধির উপর ক্ষিপ্ত হয়ে বলেন প্রত্যেক খোয়ার মধ্যে ডাস্ট থাকে। তিনি আরও বলেন ৪ইঞ্চি খোয়ার পর ১০ ইঞ্চি আরসিসি ডালাই করা হবে। তবে এলাকাবাসী বলছে এই রাস্তার ভবিষ্যত ভালো হবে না এবং বর্ষায় ভোগান্তি বাড়বে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]