প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
মুজিবনগরে নতুন ইউএনও হিসাবে পলাশ মন্ডলের যোগদান

খালেকুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন পলাশ মন্ডল। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি এ উপজেলায় যোগদান করে প্রথমেই সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মুজিবনগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পলাশ মন্ডল ১৯৮৮ সালে খুলনা জেলায় জন্মগ্রহন করেন। লেখাপড়া জীবনে তিনি সেন্ট জোসেফস মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি শেষ করেন।সরকারি এমএম সিটি কলেজ খুলনা থেকে এইসএসসি শেষ করেন। বিএসসি (মেকানিকাল), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন। এর পরে বিসিএস পরিক্ষা দিয়ে বিসিএস (প্রশাসন) ৩৫ ব্যাচের সদস্য হিসাবে উত্তীর্ন হন তিনি। চাকুরী জীবনে ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলায় যোগদান করেন। পরবর্তিতে সহকারী কমিশনার(ভূমি) হিসাবে বালাগঞ্জ, সিলেট ও সিলেট মহানগর রাজস্ব সার্কেলে চাকুরী করেন। পরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় ১ বছর ৩ মাস ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]