প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৫, ৬:০২ পূর্বাহ্ণ
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করে বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত সংক্রান্ত একটি চিঠি আমি হাতে পেয়েছি। খুব শিগগিরই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও চিঠিতে উল্লেখ আছে।
তিনি বলেন, ২০১৯ সালের ৫ জুলাই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে আমিনুল হককে আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করা হয়। সেই মোতাবেক দলটির কার্যক্রম চলছিল। এরপর দলের জেলা আহ্বায়ক আমিনুল হক মারা যান। পরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান শহিদুল ইসলাম বাচ্চু।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]