স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শহিদ জিয়াউর রহমানের ১৯ দফা থেকে তারেক জিয়ার ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব অনুষ্ঠানে প্রধান বক্তা এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
জাসাসের গাজীপুর মহানগর শাখার আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা এএম আশরাফ হোসেন টুলু, শাখাওয়াত হোসেন সবুজ, সরাফত হোসেন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান ও আসাদুজ্জামান আকাশ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫