আল আমিন,নাটোর প্রতিনিধি:- নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের জংলি ক্লাস্টারের ৪০ বছর পূর্তিতে রুবি জয়ন্তি উদযাপন করেছে প্রাথমিক শিক্ষক পরিবার।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর স্বনির্ভর সমবায় সমিতির বাগান বাড়ি থেকে জংলি ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. নাছিম রানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে ক্লাস্টারের শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা। র্যালিটি শহরের বঙ্গজল এলাকা প্রদক্ষিন করে পুনরায় বাগান বাড়িতে এসে শেষ হয়।
পরে সেখানে কেক কেটে রুবি জয়ন্তি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথি।
দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলে রুবি জয়ন্তি’র আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫