প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ণ
নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাটরা কুন্ডুপাড়ায় পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ হাদিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মারফুদুল হক সহ কৃষক-কৃষাণীরা। অনুষ্ঠানের শেষে কৃষক-কৃষাণীদের মাঠ পর্যায়ে মৌসুমী ফসল আবাদে উদ্বুদ্ধ করা হয় এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]