প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
নাটোরে রোজেলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে রোজেলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়িয়ায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, রোজেলা চাষাবাদ জনপ্রিয়করণ ও সম্প্রসারণ করার লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় কৃষি বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের উর্দ্ধতন কর্মকর্তারা রোজেলা চাষ পদ্বতি ঘুরে দেখেন। পরে তারা কৃষকদের সাথে মতবিনিময় করেন। নতুন নতুন উদ্যোক্তা তৈরী ও অল্প জমি থেকে কিভাবে বেশী ফলন পাওয়া যায় এবং বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য বর্তমানে রোজেলা ফুল থেকে তৈরী চা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]