নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন। মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনাটি নিশ্চিত করেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ।
ওসি বলেন, ডিএনসিসির কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি এখন চিকিৎসাধীন। এ হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মকবুল হোসাইল ব্যাডমিন্টন খেলছিলেন। সেখান থেকে তাঁকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫