প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ

ঝিনাইদহ প্রতিনিধি- আশরাফুল ইসলাম আসাদ এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা) দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের গ্রাউন্স ম্যান সুপার ভাইজার আবু বক্কর। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে গত ২২ ডিসেম্বর ৫’শ কম্বল বিতরণ করে জেক্সকা। সেখান থেকে অতিরিক্ত ২০টি কম্বল শীতার্তদের দেওয়ার জন্য রেখে দেন আবুু বক্কর। পরে সংশ্লিষ্টরা খোজ নিয়ে জানতে পারে ৮টি কম্বল বিতরণ করে বাকি কম্বল আত্মসাৎ করেছেন তিনি। শীতার্তদের কথা চিন্তা করে জেক্সকার এমন মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা অত্যান্ত দুঃখজনক এবং এমন কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের। এ ব্যপারে অভিযুক্ত আবু বক্করের সাথে কথা হলে তিনি সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানান। সেই সাথে বিষয়টি সমাধানের প্রস্তাব করেন। জেক্সকার সাধারন সম্পাদক গালিব মোহাম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই , তবে খোজ খবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]