প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
নাটোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে এ মেলার উদ্ধোধন করা হয়। বিসিক নাটোর জেলার ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্টানে বক্তারা বলেন, আমরা চাই দারিদ্রতা মুক্ত বাংলাদেশ । সেজন্য আমরা যদি ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে আমরা দারিদ্রমুক্ত দেশ গড়তে পারবো। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের অর্থনীতিকে আরোও শক্তিশালী করতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিসিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।নাটোরে বিসিক শিল্প নগরী সম্প্রসারণ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।এছাড়াও বিসিকে গ্যাস সংযোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, বিসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো.জাফর বায়েজীদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা। এসময় বিসিক শিল্পনগরীর মালিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মেলার সকল ষ্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]