স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ খোকন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করে।
টঙ্গী পশ্চিম থানার এসআই কাজী নেওয়াজ জানান, সকাল ৮.৫৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আরিচপুরস্থ শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঢাকা মেট্রো ঘ-১৩-০৩৬৮ মিটসুবিসি পাজারো গাড়ীর ভিতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০লাখ টাকা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫