প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ
নাটোরে সিংড়ায় বিলুপ্ত প্রজাতির তিলানাগ ঈগল উদ্ধার

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়ায় একটি বিলুপ্ত প্রজাতির তিলানাগ ঈগল উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। রক্তাক্ত ঈগলটি উদ্ধারের পর গত সাত দিন ধরে প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ বৃহস্পতিবার রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করেন পরিবেশবাদী সংগঠন “চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি”। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়ার্ডলাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সদস্য মিজানুর, সাংবাদিক শারফুল ইসলাম খোকন প্রমূখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে ঈগলটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বন বিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের পরামর্শ ক্রমে চিকিৎসা দেয়া হচ্ছিল। ঈগলটি সম্পূর্ণ সুস্থ্য না হওয়ায় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে রাতের আধাঁরে কোন পাখি শিকারির হাতে এটি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, বিলুপ্ত প্রজাতির তিলানাগ ঈগল সাপ শিকার করে জীবন ধারণ করে। বিষাক্ত ও নির্বিশ সব ধরণের সাপ এরা ভক্ষণ করে থাকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]