প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ৭:১৪ পূর্বাহ্ণ
নাটোরে আদিবাসী শিশু ধর্ষণকারীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে আদিবাসীদের নানা সংগঠন, বিভিন্ন উপজেলার নিজেরা করি ভূমিহীন সমিতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারী জাতীয় আদিবাসী পরিষদের নেতা নরেশ ওরাও জানান, আদিবাসীরা তাদের জমি জমা বসতবাড়ি হারিয়ে ধনীক শ্রেণির মানুষের কৃষি জমিতে কাজ করে খান। তারা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। এই কারণেই বিভিন্ন সময় তাদের শ্রমের ন্যায্য হিস্যা পান না,জমি দখল, নারী নির্যাতন,ধর্ষণ সহ নানা অপরাধ কর্মকাণ্ড ঘটলেও তার বিচার পান না। আদিবাসী পরিষদের সাবেক সভাপতি প্রদীপ লাকড়া বলেন, ইতিপূর্বে নানা সহিংসতা ঘটলেও কোন বিচার পাননি আদিবাসীরা যে কারণে বারবার তাদের প্রতি সহিংসতা ঘটছে। ভূমিহীন সমিতি বাগাতিপাড়ার নেতা মজিবর রহমান জানান, বর্তমানে আদিবাসীরা তাদের নিজস্ব জমি জমা হারিয়েছেন ভূমিদস্যুদের কারণে। বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় তারা আজ নিঃস্ব হয়ে পথে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, অবিলম্বে ভূমিদস্যুদের কবর থেকে আদিবাসীদের রক্ষা, তাদের জানমাল ইজ্জতের রক্ষা করা হোক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]