
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে শিল্প কারখানায় যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহŸায়ক হুমায়ন কবির রাজুর নেতৃত্বে ৩৬ নং ওয়ার্ডের কামারজুরি এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কোন অবস্থাতেই শিল্প কারখানা কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ উপরোক্ত কথাগুলো বলেন, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহŸায়ক হুমায়ন কবির রাজু।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্তারা এখনো রয়েছে তারা যেন কোন অবস্থাতেই শিল্প কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বলতে চাই কোন ধরনের ষড়যন্ত্র বাংলার মাটিতে আর করতে দেওয়া হবে না। ১৭টি বছর ষড়যন্ত্র করে দেশকে শেষ করে দেওয়া হয়েছে। বড় বড় প্রজেক্ট এর নামে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বলেন তারেক জিয়া দেশে ফিরলে নতুন করে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। তিনি বলেন ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আমাদের নির্দেশ করেছেন শিল্প কারখানায় কোন মতেই সন্ত্রাস চাঁদাবাজি করতে না পারে কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে শিল্প কারখানার সর্বাধিক নিরাপত্তায় আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি। আমরা শ্রমিক ভাইবোনদের নিরাপত্তা দিব এবং তারা যেন মাসিক বেতন নিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করব। যারা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদেরকে আইনের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। এছাড়া আরো বক্তব্য রাখেন ৩৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোলায়মান শাহসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



Discussion about this post