স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ড. শহীদুজ্জামান, মেহেদী হাসান এলিচ, অ্যাড. আব্দুস সালাম শামীম, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, হুমায়ুন কবির রাজু, সুরুজ আহমেদ, হাসান আজমল ভ‚ইয়া, তানভীর সিরাজ, মনিরুল ইসলাম মনির, কৃষকদল নেতা আতাউর রহমান প্রমুখ। এদিকে দুপুরে বাসন মেট্রো থানা শ্রমিকদলের উদ্যোগে বাসন সড়ক ঈদগাঁ মায়দানে এ দোয়া ও মিলাদ মাহফিল মাহফিলের আয়োজন করা হয়। পরে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫