স্টাফ রিপোর্টার:: গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ মোঃ সোহেল রানা (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে মহানগরীর কোনাবাড়ী থানা এলাকার জরুন হালিমা রোডে আলমের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল রানা বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কুপতলা (শাহপাড়া) গ্রামের আবুল বাশার এর ছেলে।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জরুন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫