স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাড্ডা থানার ফাড়ি ইনচার্জ মাজাহারুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ইসতিয়াক কবির সম্রাট কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে।
জানা যায়, ৫ আগস্টের পর থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগর এলাকায় ঘুরাঘুরি করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাড্ডা পুলিশ ফাড়ির ইনচার্জ মাজাহারুল ইসলাম ইসতিয়াক কবিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সম্রাটকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বাড্ডা থানা থেকে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবিরকে গ্রেপ্তার করার মেসেজ পেয়েছি। তাকে কালিয়াকৈর থানায় আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫