স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ৭নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে পল্লীবিদ্যুৎ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবী আহম্মেদ দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক পরিবহণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান ও পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম দেওয়ান, রিপন দেওয়ান, আসাদুল্লাহ বাবু, রিয়াজুল, মতিয়ার মোল্লা, আনোয়ার হোসেন, ইয়াসিন আহম্মেদ, জাকির মাস্টার প্রমুখ। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন, আগামী দিনগুলোতে কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫