
টঙ্গী প্রতিনিধি:: টঙ্গীতে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, পশ্চিম থানা বিএনপি’র সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন সহ বিএনপি ও অংগ সংগঠনের পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায় সে জন্য তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রায় ১০০০ হাজার শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।



Discussion about this post