
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার রাতে ৪৮ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে এ সভার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব মো. সালাহউদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, সালাউদ্দিন সরকারের ছেলে যুবদল নেতা সৌমিক সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে ২০২৪ গণঅভ্যুত্থানে আহত, নিহত ছাত্রজনতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।



Discussion about this post