প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার::- গাজীপুরের টঙ্গীতে ১৬ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে থানায় সংশ্লিষ্ট আইনে দুটি মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- ইকবাল হোসেন (২৪), নয়ন শেখ (২১), শান্ত রহমান (২১), জালাল উদ্দিন (২৪), যাদব বর্মণ শুক্ল (৪২), বাচ্চু (৩৮), সাইফুল ইসলাম (২৫), খোকন মন্ডল (৪৫), লিটন মোল্লা (২৬), রতন (৩০), মাহাবুব পাঠান (৪০), শামছুল আরিফিন সিজান (২০), আলমগীর শেখ (৩৪), আবিদ হাসান শেখ (২০), নূরে আলম (২৩) ও শফিকুল ইসলাম (৪০)। পুলিশ জানায়, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর পর্যন্ত টঙ্গীর দক্ষিণ আরিচপুর, টঙ্গীবাজার সড়ক ও জনপথ অফিসের সামনে ও হোন্ডা রোডে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২টি সুইচ গিয়ার, ৪টি ধারালো চাকু ও ১টি কাঁচি উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের শেষে রোববার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]