প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
মির্জাপুর উপজেলার ভাত গ্রাম ইউনিয়নে এক ব্যক্তি কোরআনকে অবমাননা!

সাগর খান:: মির্জাপুর উপজেলা ভাতগ্রাম ইউনিয়নে দুল্লা বেগম গ্রামে । এক ব্যক্তি কোরআনকে অবমাননা করেন বলে জানা যায় ওই ব্যক্তির নাম তাইজুল ইসলাম (২৪) পিতা মোঃ বানেজ মিয়া (৫৫)।ওই ছেলেটি সে একজন ভন্ড কবিরাজ মানুষকে নানান ধরনের চিকিৎসা দিয়ে থাকে। এবং কতদিন রাজ মিসস্ত্রীর জোগালের কাজ করেন। এবং অটো রিক্সা চালায় বলে জানা যায়। তাইজুল নামক ওই ছেলেটি একেক দিন এক এক রূপ ধরে বলে জানা যায়। এবং সে একজন পীর সাব বলেও দাবি করেন। অদ্যঃ ২২-০১-২০২৫ তারিখে তাইজুল তার ইমুতে । কোরআন শরীফের উপর বসে একটি ছবি পোস্ট করেন ২৬-০১-২০২৫ তারিখ এলাকার লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে। তাহার বাসা ঘেরাও করে এবং মির্জাপুর থানা কে অবগত করলে। মির্জাপুর থানা কর্তৃক মির্জাপুর আর্মি ক্যাম্পে অবগত করেন । এবং পুলিশসহ তাৎক্ষণিক ভাবে মেজর মাসুদ স্যারের নেতৃত্বে। সেনাবাহিনীর এবং পুলিশের একটি যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় । এবং কোরআন অবমাননা কারী ব্যক্তিকে আটক করে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এর নিকট হস্তান্তর করা হয় । এবং এলাকাবাসীর একটাই দাবি। কোরআন শরীফ কে অবমাননা করা ওই ব্যক্তির দুর্দান্ত শাস্তির দাবি করেন ।এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]