
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে লায়েব আলী (৫২) নামে এক কৃষকের বাড়ীতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। লায়েব আলী ওই গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে।
ভুক্তভোগী লায়েব আলী জানান, রাত আড়াইটার দিকে ঘরের দরজায় বারবার টোকা দিলে কে এমন করছে দেখতে বের হলে ৬/৭ লোক আমাকে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে চোখ হাত বেঁধে ফেলেন। তারা একই সাথে একই ভাবে আমার স্ত্রী ও মেয়েকেও বেঁধে ফেলেন। পরে আমার নিকট থেকে আলমারির চাবি নিয়ে ঘরে থাকা ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে তারা চালে যায়। অনেক চেষ্টা করে মেয়ে তার হাতের বাঁধন খুলে পরে আমাদের বাঁধন খুলে উদ্ধার করে।
তিনি বলেন, বাহির থেকে মই দিয়ে টয়লেটের ছাদ হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকাত দল।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনাননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Discussion about this post