
বগুড়ার সান্তাহার-বোনারপাড়া রুটে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের পাঁচটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, রোববার রাত ৯টার দিকে বগুড়ার গাবতলী রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বগি লাইনচ্যুত হওয়ায় বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। স্টেশন মাস্টার আরও বলেন, বগি উদ্ধারে শিগগিরই একটি ট্রেন গাবতলী স্টেশনের দিকে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫