আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।
তিনি লালপুর উপজেলার চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে হিসাব আলী (৭০)।
গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে রাজশাহীর একজন চিকিৎসকের পরামর্শে সেখানকার একটি বেসরকারী ক্লিনিকে রক্ত পরীক্ষা করলে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর হটাৎ গত বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রেজাউল করিম।
তিনি বলেন, রোগী এর আগে একবার স্ট্রোক করেছিলেন এছাড়াও তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে খুব খারাপ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। সঙ্গে-সঙ্গে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করায়। রিপোর্ট পজিটিভ এলে দূত রাজশাহীতে নেওয়ার জন্য রেফার্ড করার সময় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫