
স্টাফ রিপোর্টার : মানুষ মানুষের জন্য – এই শীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকাল ৪ টায় কোনাবাড়ী ৮ নং ওয়ার্ডে আব্দুস সাত্তার সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক অসহায়ও হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গাজীপুর স্বাধীন সংঘের সভাপতি বিশিষ্ট যুবদল নেতা মোঃ ফয়সাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ সভাপতি আব্দুল বারেক সিকদার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে ফয়সাল সরকার বলেন,আব্দুস সাত্তার সরকার স্মৃতি ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। এই সংগঠন সব সময় মানুষের কল্যানে কাজ করে,সংগঠনটি যাতে করে সামনের দিকে এগিয়ে যায়,সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।



Discussion about this post