নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনের কথাবার্তায় এখনো ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। প্রশাসনের সব জায়গা আগে পরিষ্কার করুন। নির্বাচন দুই মাস আগে না পরে হল, নির্বাচনের দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা পনেরো বছর অপেক্ষা করেছি। আরও করতে পারবো। তাই আগে সংস্কার হোক, পরে নির্বাচন।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসিনার ইচ্ছা করেছিল আজীবন ক্ষমতা চালাবে। ইসলামপন্থী দল নিষিদ্ধ করবে, জামাত-শিবির নিষিদ্ধ করবে। কিন্তু আল্লাহতালা তার ইচ্ছা পূরণ করতে দেয়নি। শেখ হাসিনা যেখানকার মাল সেইখানেই চলে গেলো। দিল্লির মাল দিল্লিই চলে গেলো। ঐখানে গিয়ে তিনি শান্তিতে আছেন? অশান্তির আগুনে জ্বলছে আর ষড়যন্ত্র করছেন। উস্কানীমূলক কথা বলছেন, উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন।
সুশৃঙ্খল এই বিশাল সম্মেলনে নেত্রকোনা জেলা আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামীউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া, সাবেক নেত্রকোনার জেলা আমির মাওলানা এনামুল হকসহ বিভিন্ন জেলার আমিরগণসহ নেতাকর্মীরা। এদিকে সম্মেলনকে ঘিরে সকাল থেকেই জেলার ১০ উপজেলার হিন্দুসহ নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫