
বাংলাদেশের ইতিহাসে যেসব দিন ভুলে যাওয়ার নয়, তার একটি হোলি আর্টিজান হামলা। স্মৃতিপটে রক্তের দাগ আর বুলেটের ক্ষত নিয়ে বছর ঘুরে ফিরে এসেছে বিভীষিকাময় দিনটি।
আট বছর আগে ২০১৬ সালের ১ জুলাই রাতে একদল জঙ্গির নৃশংসতার সেই ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনার পর জঙ্গি দমনে শুরু হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামান মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সেই অভিযানে সাফল্য এলেও ‘জঙ্গিবাদের বীজ’ এখনও রয়ে গেছে। সে কারণে মাঝেমধ্যেই তারা নাম বদলে তৎপরতা চালানোর চেষ্টা করছে।
রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটি আজো সবার কাছে আলোচিত এক স্থান। এই বাড়িতেই ছিল হোলি আর্টিজান বেকারি। সেখানেই নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের পাঁচ তরুণ।
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.



Discussion about this post