
খালেকুজ্জামান,স্টাফ রিপোর্টারঃ”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫(ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের তালে তালে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতির জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তলনের মধ্য দিয়ে শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, মুজিবনগর ইউ আর সি ইন্সট্রাক্টর আকরাম হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবিব, সরকারি উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা।
৫ই ফেব্রুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় এর ২৪ টি ইভেন্টে
ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া একজন করে ২৪ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নের শ্রেষ্ঠ একজন করে ২৪ টি ইভেন্টে ৯৬ জন প্রতিযোগী অংগ্রহন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।
উপজেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগী ছাত্রছাত্রীরা জেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক ও শিক্ষাগণ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিরিনা খাতুন।



Discussion about this post