স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ^ ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের নিয়ে ডি-ব্রিফিং আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। শহীদ আহ্সান উল্ল্যাহ্ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খানের সভাপতিত্বে এই ডি-ব্রিফিং এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিশ্ব ইজতেমা ২০২৫ এর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত থাকা সকল বাহিনীর সদস্যদের বক্তব্য শোনেন। নিরাপত্তায় নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে বিশ্ব ইজতেমা সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।
উক্ত নিরাপত্তা ডি-ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫