স্টাফ রিপোর্টার :: গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। চন্দ্রা জোনাল অফিস সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ এ অভিযান পরিচালনা করেন। উপজেলার লতিফপুর এলাকায় রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ উচ্ছেদ চালানো হয়।
এলাকাবাসী ও অভিযান সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় সরকারি খাদ্য গুদামের মেন গেইটের সামনের সড়ক কেটে রাতের আঁধারে কয়েকটি বাসায় অবৈধ গ্যাস সংযোগ দুর্বৃত্তরা।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ নজরে এলে তিতাস কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর রোববার দুপুরে তিতাস কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবৈধ গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্ন করে। এ সময় অভিযানে চালিয়ে প্রায় ২০০ ফিট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, তিতাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও এলাকার দালালের মাধ্যমে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়। গ্যাস কর্মকর্তা, কর্মচারীরাও এই অভিযানে উপস্থিত ছিলেন। চন্দ্রা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫