মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা ঈদগাহ পাড়ায় সুন্নত আলীর ছেলে মোঃ হৃদয় (২৫) এর বাড়িতে অভিযান চালিয়ে বসত বাড়ীর উঠান হতে ৪লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ হৃদয়কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫