স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নুর হোসেন লিটন (২২) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বউবাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। লিটন টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার শাহজাহান আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বউবাজার রেলগেট পার হচ্ছিলেন লিটন। এ সময় গাজীপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বলেন, আবেদনের প্রেক্ষিতে স্বজনদের নিকট লিটনের লাশ হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫